ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... সত্য খবরের নির্ভরযোগ্য ঠিকানা

মিষ্টিকুমড়ার স্যুপের রেসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ধ্যার দিকে হালকা একটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। ১ বাটি স্যুপ মন্দ লাগবে না এ সময়। বানাতে পারেন মিষ্টিকুমড়া দিয়ে।

উপকরণ

  • কুমড়া: ৫০০ গ্রাম (খোসা ও বীজ ছাড়ানো)
  • মিষ্টি আলু: ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো)
  • পেঁয়াজ: কুচি করা ১টি
  • রসুন: কুচি করা ৩ কোয়া
  • মুরগি বা সবজির স্টক: ১ লিটার
  • ঘন ক্রিম: আধা কাপ
  • জলপাই তেল: ২ চা-চামচ
  • লবণ: পরিমাণমতো
  • সাদা গোলমরিচ: পরিমাণমতো
  • মরিচের গুঁড়া: সিকি চা-চামচ
  • দারুচিনির গুঁড়া: সিকি চা-চামচ

প্রণালি

মিষ্টিকুমড়ার স্যুপ

মিষ্টিকুমড়ার স্যুপছবি: পেক্সেলস

  • ওভেন ২২০ সেন্টিগ্রেড বা ৪৩০ ফারেনহাইট তাপমাত্রায় প্রিহিট করুন। কুমড়া ও মিষ্টি আলু প্রায় ২ ইঞ্চি x ১ ইঞ্চি আকারে টুকরা করুন। বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিন।
  • কাটা টুকরাগুলোর সঙ্গে ১ চা-চামচ জলপাই তেল মিশিয়ে নিন। এক স্তরে ছড়িয়ে দিন। ওভেনে ৩০ মিনিট বেক করুন। হালকা বাদামি রং না হলে আরও কিছুক্ষণ বেক করুন।
  • ওভেনের টাইমার শেষ হওয়ার প্রায় ৫ মিনিট আগে, একটি ভারী তলার হাঁড়িতে বাকি জলপাই তেলে পেঁয়াজ ও রসুন কম আঁচে নরম করে নিন। বেক করা কুমড়া ও মিষ্টি আলু হাঁড়িতে দিয়ে দিন।
  • এর সঙ্গে স্টক, লবণ, মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট সেদ্ধ করুন। চুলা বন্ধ করে হাঁড়ির সবকিছু ব্লেন্ডারে ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করুন, যতক্ষণ না স্যুপটি ঘন ও মসৃণ হয়।
  • এবার ঘন ক্রিম মিশিয়ে দিন। প্রয়োজন হলে আরেকটু লবণ ও গোলমরিচ দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিষ্টিকুমড়ার স্যুপের রেসিপি

আপডেট সময় : ০৭:৩২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

সন্ধ্যার দিকে হালকা একটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। ১ বাটি স্যুপ মন্দ লাগবে না এ সময়। বানাতে পারেন মিষ্টিকুমড়া দিয়ে।

উপকরণ

  • কুমড়া: ৫০০ গ্রাম (খোসা ও বীজ ছাড়ানো)
  • মিষ্টি আলু: ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো)
  • পেঁয়াজ: কুচি করা ১টি
  • রসুন: কুচি করা ৩ কোয়া
  • মুরগি বা সবজির স্টক: ১ লিটার
  • ঘন ক্রিম: আধা কাপ
  • জলপাই তেল: ২ চা-চামচ
  • লবণ: পরিমাণমতো
  • সাদা গোলমরিচ: পরিমাণমতো
  • মরিচের গুঁড়া: সিকি চা-চামচ
  • দারুচিনির গুঁড়া: সিকি চা-চামচ

প্রণালি

মিষ্টিকুমড়ার স্যুপ

মিষ্টিকুমড়ার স্যুপছবি: পেক্সেলস

  • ওভেন ২২০ সেন্টিগ্রেড বা ৪৩০ ফারেনহাইট তাপমাত্রায় প্রিহিট করুন। কুমড়া ও মিষ্টি আলু প্রায় ২ ইঞ্চি x ১ ইঞ্চি আকারে টুকরা করুন। বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিন।
  • কাটা টুকরাগুলোর সঙ্গে ১ চা-চামচ জলপাই তেল মিশিয়ে নিন। এক স্তরে ছড়িয়ে দিন। ওভেনে ৩০ মিনিট বেক করুন। হালকা বাদামি রং না হলে আরও কিছুক্ষণ বেক করুন।
  • ওভেনের টাইমার শেষ হওয়ার প্রায় ৫ মিনিট আগে, একটি ভারী তলার হাঁড়িতে বাকি জলপাই তেলে পেঁয়াজ ও রসুন কম আঁচে নরম করে নিন। বেক করা কুমড়া ও মিষ্টি আলু হাঁড়িতে দিয়ে দিন।
  • এর সঙ্গে স্টক, লবণ, মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট সেদ্ধ করুন। চুলা বন্ধ করে হাঁড়ির সবকিছু ব্লেন্ডারে ২ থেকে ৩ মিনিট ব্লেন্ড করুন, যতক্ষণ না স্যুপটি ঘন ও মসৃণ হয়।
  • এবার ঘন ক্রিম মিশিয়ে দিন। প্রয়োজন হলে আরেকটু লবণ ও গোলমরিচ দিন।